বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি কর্তৃক আয়োজিত ২০২৩ সালের গণিত উৎসব আগামী (সম্ভাব্য) ডিসেম্বর ২০২২-ফেব্রুয়ারি ২০২৩ এর মধ্যে শুরু হতে পারে। তারিখ চূড়ান্ত হলে বিস্তারিত তথ্য বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট এবং দৈনিক প্রথম আলো পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট https://matholympiad.org.bd/

গণিত অলিম্পিয়াডের ফেসবুক পেজ https://www.facebook.com/BdMOC

ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/BdMOC

ইমেইল যোগাযোগ support@matholympiad.org.bd